দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ৬ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বীরগঞ্জ উপজেলার ২৫ জন সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন। এসময় নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরাসহ তথ্য দিয়ে সাংবাদিকবৃন্দ প্রশাসনকে অনেক সহযোগিতা করে যাচ্ছেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ ওয়ার্ল্ড ভিশন সংস্থার কার্যক্রম অত্যন্ত উন্নয়নমুখী ও প্রশংসনীয় উল্লখ্য করে বীরগঞ্জ উপজেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি বিশেষ ভূমিকা রাখায় সংস্থাটিকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন।
Development by: webnewsdesign.com