
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২২ উপলক্ষে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এবং ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর যৌথ উদ্যোগে ২৯ অক্টোবর ২০২২ রোজ শনিবার, দুপুর ১২ টায় উত্তরাস্থ হাসপাতালের লেভেল-১৩ তে অবস্থিত কাজী রফিকুল আলম অডিটোরিয়ামে সায়েন্টিফিক সেমিনারসহ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন এর সম্মানিত সভাপতি,জনাব কাজী রফিকুল আলম।উনি আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এবং ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এই উদ্যোগকে সাধুবাদ জানান ও স্তন ক্যাসারের সচেতনতায় এই ধরনের সায়েন্টিফিক সেমিনারসহ স্বাস্থ্য কার্যক্রম আরো বেশি করে চালিয়ে যাবার ব্যাপারে উৎসাহ প্রদান করেন। এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর সম্মানিত চেয়ারম্যান ডাঃ মল্লিকা বিশ্বাস তিনি বলেন নারী এবং পুরুষ কে আরো বেশি সচেতন হতে হবে স্তন ক্যান্সার সম্পর্কে এবং তিনি আরো বলেন এই ধরনের উদ্যোগ এর সাথে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর পাশে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ সব সময় সাথে থাকবেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা এ. এম. এম. শরীফুল আলম, সিনিয়র কনসাল্ট্যান্ট ও বিভাগীয় প্রধান, ক্লিনিকাল অনকোলজি, (এএমসিজিএইচ)। এবং স্তন ক্যান্সার সচেতনতা ও চিকিৎসার উপর আলোচোনা করেন অধ্যপক ব্রিগেঃ জেনাঃ সুরাইয়া বেগম (অবঃ) সিনিয়র কনসাল্ট্যান্ট,গাইনি এন্ড গাইনি অনকোলজি, (এএমসিজিএইচ) আরো বক্তব্য রাখেন অত্র হাসপাতালের পরিচালক কাজী শামীমা শারমিন, ইফতেখারুল ইসলাম এবং ব্রিগেঃ জেনাঃ ডাঃ মোঃ জাকির হোসেন (অবঃ)। শুভেচ্ছা বক্তব্য রাখেন আহছানিয়া মিশন মেডিকেল কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অধ্যপক ডাঃ দীপক কূমার সান্যাল ও ঢাকা আহছানিয়া মিশন থেকে আগত অতিথিরা ।
সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি এবং ঢাকা আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কামরুজ্জামান চৌধুরী ।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২
dhakanewsexpress.com | Masud Rana