দিনাজপুরের বীরগঞ্জ থানার এস আই মোহাম্মদ আলী রংপুর বিভাগীয় সম্মাননা পদক পেয়েছেন। মঙ্গলবার বিকেলে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে বীরগঞ্জ থানার এস আই মোহাম্মদ আলীকে সম্মাননা পদক ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শচিন চাকমা। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন প্রধান তাকে অভিনন্দন জানিয়েছে জানান, বীরগঞ্জ থানায় মোহাম্মদ আলী এস আই পদে ৩০ অক্টোবর২০১৯ সালে যোগদান করার পর থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।
Development by: webnewsdesign.com