
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের দিন রাজধানীর বিভিন্ন রাজপথ এবং অলিগলি নিজেদের দখলে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সরেজমিনে দেখা যায় সকাল থেকে দলবেঁধে বিভিন্ন মোড়ে অবস্থান নেয় ক্ষমতাসীনরা। প্রায় প্রতিটি থানা-ওয়ার্ডে মিছিল করেছেন নেতাকর্মীরা। পিকআপ এবং মোটরসাইকেল নিয়ে মহড়াও দেন তারা।
এরই ধারাবাহিকতায় ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনুর উদ্যাোগে যাত্রাবাড়ী মোড়ে “শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি” পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সহযোগিতায় ছিলেন ৫০ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মাহাবুব আলম বাদশা।
‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘বিএনপির দালালরা হুঁশিয়ার, সাবধান’- এসব নানা স্লোগান দিতে শোনা যায় তাদের।
ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন যাত্রাবাড়ীর এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আওয়ামী লীগ ছিল না। জনগণকে সাথে বিএনপি-জামাতের সমাবেশের বিরুদ্ধে একতাবদ্ধ ছিল দলটির সব নেতাকর্মীরা।