জাতীয় সংসদের ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে আগামী বৃহস্পতিবার।
ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।
জানা গেছে, ওই দুই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা বৃহস্পতিবার মনোনয়ন ফরম ক্রয় করার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা দিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে আগামী ১৩ সেপ্টেম্বর।
ওই দিন বিকেল ৫টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেবে দলীয় মনোনয়ন বোর্ড। পরে ওই দুটি আসনে উপনির্বাচনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
Development by: webnewsdesign.com