ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ২৪ ঘন্টার মধ্যে বাতিল চেয়ে কর্মসূচী ঘোষণা করেছে আহ্বায়ক কমিটিতে থাকা সদস্যসচিব ও যুগ্ন আহ্বায়ক সহ ১৫ জন সদস্য ৷ ২৪ ঘন্টার মধ্যে কমিটি বাতিল করে যদি অধ্যায়নরত ছাত্রদের দিয়ে কমিটি না করা হয় তবে তারা তাদের কর্মসূচী পালন করবে বলে জানান ৷
বুধবার ৭ অক্টোবর বালিয়াডাঙ্গী প্রসক্লাবে এ কর্মসূচী ঘোষণা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু সায়েদ ৷
ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আঃ কাদের এর সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক ১ ইলিয়াস আলী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব আবু সায়েদ, যুগ্ন আহ্বায়ক সাব্বির আহমেদ জয়, যুগ্ন আহ্বায়ক শামসুজ্জোহা, সদস্য ফরিদুল ইসলাম, পলাশ, রিপন রানা, আরিফ রায়হান, ফরহাদ, উমের আলী, আসিফ আরমান, সিফাত ও রাসেলসহ অধ্যায়নরত ছাত্রগণ ৷
ইলিয়াস আলী আহ্বায়ক কমিটি বাতিলের কারণ উল্লেখ করে তার বক্তব্যে বলেন, ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে সে অধ্যায়নরত ছাত্র না এবং সে ছাত্রদলের রাজনীতির সাথে কখনো জড়িত ছিল না ৷ ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে বিবাহিত এবং অছাত্রদের স্থান দেওয়া হয়েছে ৷ শিক্ষাগত যোগ্যতা যাচাই না করে কমিটি গঠন করা ৷ গঠনতন্ত্রের বাইরে কমিটি করা ৷ মাদকসেবী ও নারী কেলেংকারের সাথে জড়িতদের কমিটিতে রাখা ৷ ছাত্রলীগ কর্মীকে আহ্বায়ক কমিটিতে রাখা ৷ বিগত সুপার নাইন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সিভি জমা দেওয়া সত্ত্বেও কমিটিতে না রাখা ৷ সিভি না দেওয়ার পরেও তাদের ছাত্রত্ব আছে কিনা তা যাচাই না করে কমিটিতে স্থান দেওয়া ৷ পদ-বাণিজ্যিকদের দ্বারা প্রভাবিত হয়ে কমিটি করা ৷ পদবী উল্লেখ করার পরেও নিয়মের বাইরে আহ্বায়ক কমিটি করা ৷
সদস্য সচিব আবু সায়েদ বলেন, ২৪ ঘন্টার মধ্যে কমিটি বাতিল করা না হলে আমরা নিম্নোক্ত কর্মসূচী করবো ৷
১৷ জেলার টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন৷
২৷ ঘোষিত বিতর্কিত কমিটির বিরুদ্ধে উপজেলায় ও জেলায় মানববন্ধন ও প্রতিবাদসভা ৷
৩৷ ঘোষিত আহ্বায়ক কমিটি বয়কট ঘোষণা ৷
৪৷ আহ্বায়ক কমিটির একতৃতীয়াংশ জেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা ও
৫৷ বিতর্কিত ২১ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে ১৫-১৬ জনের পদত্যাগ ৷
আঃ কাদের তার বক্তব্যে বলেন, অধ্যায়নরত ছাত্রদের দিয়ে ছাত্রদলের কমিটি না করায় উপজেলা ছাত্রদলকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে জেলা ছাত্রদল ৷ অছাত্র, বিবাহিত, মাদকসেবী ও ছাত্রলীগ কর্মীকে দিয়ে এই আহ্বায়ক কমিটি করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও ২৪ ঘন্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়ার দাবী জানাচ্ছি এবং এই কর্মসূচীকে সমর্থন জানাচ্ছি ৷
ছাত্রদলের সাবেক সভাপতি আঃ রাজ্জাক বলেন, যে কারণে কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে সেটার প্রতিফলন ঘটেনি ৷ আবারো অছাত্রকে আহ্বায়ক করা হয়েছে এবং সে কখনো ছাত্রদল করতো না ৷ তাকে ছাত্রদলের কেউ এখনো চেনেনা ৷ আহ্বায়ক কমিটিতে থাকা ১৬ জন সহ অধ্যায়নরত ৭০ জন ছেলে আমার কাছে কমিটি বাতিলের দাবীতে আমার কাছে এসেছিল আমি তাদের বলেছি আমি জেলার সাথে কথা বলবো ৷
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২৪ ঘন্টার মধ্যে কমিটি বাতিল করে অধ্যায়নরত ও অবিবাহিত ছাত্রদের দিয়ে করা না হলে আমরা কর্মসূচী পালন করবো ৷ আমরা সকলে এই কমিটি মানিনা ও মানবোনা ৷
Development by: webnewsdesign.com