দেশ দুটো বাংলাদেশ-ভারত সম্পর্কের ভালোবাসাটি ‘একতরফা’ বলে দাবি করলেন বাংলাদেশ কল্যাণ পার্টি। গতকাল ১৮ ফেব্রুয়ারি বিকেলের দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে এই পার্টি চেয়ারম্যান এর কার্যালয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলন এর মাধ্যমেেউক্ত অভিযোগ করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির। এ সময় জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাব সদস্যদের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারত এর হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনটির আয়োজন করেন কল্যাণ পার্টি। উক্ত সংবাদ সম্মেলনে কথা বললেন দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। এ সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটটির অন্যতম একটি শরিক দল এই অভিযোগ, দ্বি-পাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক ভাবে আদান-প্রদান মূল কথা বলার পরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে সেটা দেখা যায় না। তবে এ সময় একতরফা ভালোবাসা বিরাজমান। এই সুবিধা ভারত শুধু নিতে চায়, চায় না দিতে।