
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৭ মে ২০২২ | প্রিন্ট
সালমান খান :
এবারের ঈদে ভক্তদের সামনে এভাবেই হাজির হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তার বাড়ির বারান্দা থেকে অসংখ্য ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
সালমান খান – ছবি সংগৃহীত
সাইফ আলী খান :
কাছের মানুষদের নিয়ে পরিবারের সাথেই ছোট পরিসরে ঈদ উদযান করেছেন সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর খান।
সাইফ আলী খান – ছবি সংগৃহীত
শাহরুখ খান :
শাহরুখ খান অবশ্য এবছরের ঈদ পরিবারের সব সদস্যের সঙ্গে বাড়িতেই উদযাপন করেছেন। সকালে বাড়ির বারান্দা থেকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তুলেছেন সেলফিও।
শাহরুখ খান – ছবি সংগৃহীত
আমির খান :
দীর্ঘদিন ধরেই ঈদ মুম্বাইয়ে করেছেন আমির খান। এবারও মুম্বাইয়ের বাড়িতেই উদযাপন করেছেনে তিনি।
আমির খান – ছবি সংগৃহীত
সঞ্জয় দত্ত :
স্ত্রী মান্যতা ও দুই ছেলে-মেয়ের সঙ্গে নিজ বাড়িতেই ঈদ উদযাপন করেছেন সঞ্জয় দত্ত।
সঞ্জয় দত্ত – ছবি সংগৃহীত
সোহা আলি খান :
মেয়ে ও কুণাল খেমুর সঙ্গে ঈদ উদযাপন করেছেন সোহা আলি খান। বাড়িতেই নিজ হাতে সেমাই বানিয়েছেন এবং রেঁধেছেন।
সোহা আলি খান – ছবি সংগৃহীত
Posted ১:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ মে ২০২২
dhakanewsexpress.com | Masud Rana