
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বরিশাল সরকারি কলেজকে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত নামকরণের দাবী-আব্দুল জলিল
-প্রতিনিধি
কংগ্রেস কেন্দ্রীয় নেতা আধুনিক বরিশালের রূপকার বরিশাল বি এস ও স্কুলের প্রতিষ্ঠাতা মহাত্মা অশ্নিনী কুমার দত্তের ৯৯তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ) যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করেছে ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন-জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরা) এর সভাপতি আব্দুল জলিল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ন্যাপ ভাসানী চেয়ারম্যান এম এ ভাসানী, তৃণমুল বিএনপির য্গ্মু মহাসচিব আক্কাস আলী খান, জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ দিপু মীর, জাসদ শাজাহান সিরাজের সহ সভাপতি এম এ জব্বার, বাকশালের মহাসচিব জহিরুল কাইউম, বরিশাল বিভাগ সমিতির সদস্য নকিব হক, নারী নেত্রী এলিজা রহমান, বাংলাদেশ জনকল্যাণ পার্টির সভাপতি দেওয়ান খাইরুল ইসলাম চৌধুরী, বিএনডিএল এর সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন।
সভাপতির ভাষণে আব্দুল জলিল বলেন, মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্য মহান ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী বলেছে সারা ভারত যখন ঘুমায় তখন বরিশাল থাকে সদা জাগ্রত। আর পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতিতে দেখতে পাই শুধু নেতা আর নেতা। যেসব রাজনীতিবিদ ও সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া, যুদ্ধকরে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার রূপকার আগরতলা অভিযুক্ত মামলার ২য় আসামী লে: কমান্ডার মোয়াজ্জেম হোসেন, ভাষা সংগ্রামী আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মহিউদ্দিন আহমেদ. বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি, জননেতা আমির হোসেন আমু, গণঅভুত্থ্যানের নেতা জননেতা তোফায়েল আহমেদ, জননেতা আসম ফিরোজ, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও স্বাধীনতার পুরষ্কার প্রাপ্ত ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ বরিশাল বি এম কলেজের ছাত্র। তিনি আরো বলেন, উল্লেখিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ এর রাজনীতিতে বিশেষ ভুমিকা রাখেন। মহাত্মা অশ্বিনী কুমার দত্ত মানবদরদী জাতি ধর্ম বর্ণ গোত্র সবাইর বাসউপযোগী দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।
আব্দুল জলিল আরো বলেন, আসুন আমরা সবাই অশ্বিনী কুমার দত্তের আদর্শের অসাম্প্রদায়িক বঙ্গবন্ধু সোনার বাংলায় শেখ হাসিনার আকাংখিত বাংলাদেশে জাতীয় ঐক্য চাই। আজকের আলোচনা সভা থেকে আমাদের দাবী বরিশাল সরকারি কলেজ মহাত্মা অশ্বিনী কুমার দত্ত নাম করণ করা হউক এবং জলিল আরো বলেন মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ছিল দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার একজন কারিগর। তাই সমাজকে দুর্নীতি মুক্ত করতে পারলেই দেশ হবে আধুনিক উন্নত পরিবেশের সম্মিলিত বাংলাদেশ।
Posted ৬:১০ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২
dhakanewsexpress.com | Masud Rana