
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ মে ২০২২ | প্রিন্ট
ফ্লাবিনো রেস্টুরেন্ট
-প্রতিনিধি
রাজধানীর কেন্দ্রবিন্দু মতিঝিলের মেটলাইফ আলিকো ভবনের নিচ তলায় ফ্লাবিনো রেস্টুরেন্টের (ফুড অ্যান্ড জুস কফি কর্নার) তৃতীয় আউটলেট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ছাড়াও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্লাবিনো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এইচএম রিজভী ভুঁইয়া বলেন, খাবারের গুণগত মানের ক্ষেত্রে আমার প্রতিষ্ঠান দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের আছে রান্নায় অভিজ্ঞতাসম্পন্ন একটি টিম। আমার বিশ্বাস, এ রেস্টুরেন্টটি ঢাকা শহরের অন্যসব রেস্টুরেন্টের চেয়ে গুণগত মান ও স্বাদে অতুলনীয় হবে।
এ সময় তিনি আরও বলেন, ফ্লাবিনো পরিবার গঠিত তার সকল ক্রেতাদের নিয়ে। আপনাদের সেবায় আমরা আছি। আপনারা আছেন তো?
উল্লেখ্য, ফ্লাবিনো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এইচএম রিজভী ভুঁইয়া পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক।
Posted ৭:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মে ২০২২
dhakanewsexpress.com | Masud Rana