এবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। গত (১ ফেব্রুয়ারি) সোমবার রাত ১২ ঘটিকায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে ঢাকা ছাড়ে তিনি। এ সংবাদ নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। উল্লেখ্য এর আগে ৩০ জানুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২৯ ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয় মওদুদকে। ৬ জানুয়ারি মহাসচিব হাসপাতালে দেখতে যান। ১৩ জানুয়ারি সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় মওদুদকে। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। এরপর আবার ২১ জানুয়ারি এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এভার কেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে। তার সঙ্গে মিসেস হাসনা জসিমউদদীন মওদুদ আহমেদ গিয়েছেন।
Development by: webnewsdesign.com