
আকরাম আলী ডাকুয়া : নাজিরপুর প্রতিনিধি : | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ | প্রিন্ট
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর টু বৈঠাকাটা আলিক সড়ক সংলগ্ন ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নস্থ দারজালা বাড়ী একই জেলার নেছারাবাদ উপজেলাধীন উরিবুনিয়া হাবিবুর রহমানের পুত্র ইয়াসিন (১৭) প্রেমেরে টানে দারজালা বাড়ীর রফিকুল ইসলামের মেয়ে এস এস সি পরীক্ষর্থী মারিয়া আক্তার (১৫) এর কাছে চলে আসে।
জানা যায় ইয়াসিন তার ফুফা মোজাম্মেল মারিয়ার চাচার বাড়ীতে ৭/৮ দিন আগে বেড়াতে আসে। গত ২১ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাতে ইয়াসিন ও মারিয়া আক্তার বাঁশ বাগানে একত্রিত হয়ে বিষপান করে অদ্ভুত আওয়াজ করলে মারিয়ার মা প্রতিবেশী কাইউমকে ডেকে নিয়ে লাইট জ্ব্বালিয়ে ঘটনাস্থলে যায় । সেখানে গিয়ে দুজনকে আশংকা জনক অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে এলাকার লোকজন জড়ো হতে থাকে ।
পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ঐ রাতে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারিয়া আক্তার মৃত্যুবরণ করেন এবং ইয়াসিন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অনুমান একঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেন।
এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয় এবং থানা পুলিশ মৃত্যুদেহ দুটি ময়না তদন্ত শেষে উপভয়ের পরিবারের কাছে হস্তান্তর করেন।
মৃত্যুরপর তাদের ভালবাসায় জয় হয়েছে একসাথে আত্মহুতি দিয়ে কিন্তু একসাথে শেষবারের মত পাশাপাশি একই কবরস্থানে সমাধির জায়গা হয়নি তাদের । অবশেষে ইয়াসিনকে তার নিজ বাড়ী নেছারাবদে এবং মারিয়াকে তাদের পারিবারিক কবরস্থান তথা বিষপানের স্থানেই দাফন করা হয় বলে জানা যায়।
Posted ২:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
dhakanewsexpress.com | Masud Rana