বিশ্বের দরবারে এবার বাংলার চারটি ছবি। ৪৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-র প্যানোরামা বিভাগে এবার জায়গা করে নিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বাস্তুশাপ’, গৌতম ঘোষের ‘শঙ্খচিল’, মানস মুকুল পালের ‘সহজ পথের গপ্পো’ ও শৈবাল মিত্রের ‘চিত্রকর’।
আরও একবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় কৌশিক গাঙ্গুলির ছবি মনোনীত হওয়ায় খুশি পরিচালক। একটি বাড়ি, কিছু সম্পর্কের টানাপোড়েন নিয়েই তৈরি ‘বাস্তুশাপ। যেখানে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, চুর্ণী গঙ্গোপাধ্যায়।
এর আগে ‘সিনেমাওয়ালা’, ‘অপুর পাঁচালী’, ‘ছোটোদের ছবি’ প্রর্দশিত হয়েছিল গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।
এছাড়া গৌতম ঘোষের ছবি ‘শঙ্খচিল’ সমালোচক থেকে সিনেমহলে বেশ প্রশংসিত। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে তৈরি এ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com