বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১ |
৬:৪৪ অপরাহ্ণ | 26 বার
ঠাকুরগাঁওয়ের পীরগনজ পৌরসভার বিদায়ী মেয়রের ক্ষমতা হস্তান্তর করেন নবাগত মেয়রের উপর।
পৌর সচিব হরিপদ দায়িত্ব বুঝে দেন নবাগত মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক এর নিকট। স্বাগতম জানায় বিদায়ী মেয়র কশিরুল আলম।
গত বৃহপতিবার দুপুরে পৌরসভার মেয়র কার্য্যালয় আনুষ্ঠানিক ভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়।