পীরগঞ্জ সাগুনি ব্রীজে রাবার ড্যামটি ডুবে যায়
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ |
৭:৪৫ অপরাহ্ণ | 169 বার
পীরগঞ্জ সাগুনি ব্রীজে রাবার ড্যামটি ডুবে যায়
পীরগঞ্জ উপজেলার সাগুনি শালবন সংলগ্ন সাগুনি ব্রীজে রাবার ড্যামটি ডুবে যায়। উত্তরে উচু জমিগুলো ডুবে গেলে এতে সাধারন মানুষ হিড়িক মাছ ধরা থেকে শুরূ করে আনন্দময় কিছু সময় কাটাতে সেখানে গিয়ে তাদের মনের আত্বার শান্তিময় সময়টুকু কাটায়।