ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র ও প্রধান হাট কলেজ বাজারে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছে ক্রেতা ও বিক্রেতারা।
সরেজমিন পরিদর্শনে দেখা গিয়েছে যে, বাজারের মূল কেন্দ্র স্থানীয় শহীদ মিনারের সামনের ধানহাটটিতে কর্দমার স্তুপ হয়ে রয়েছে। পাশে অবস্থিত ঘাস বিক্রয়ের স্থানটির অবস্থাও নাজেহাল।
এছাড়া বাজার সমিতির কার্যালয় হতে শুরু করে হাটের ডাস্টবিন পর্যন্ত জলাবদ্ধতায় ভরপুর। হাটের চলাচলেও পথগুলোতেও জমে রয়েছে কাদা। এতে বিপাকে পড়েছে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা। দুর্গন্ধ ও মশা-মাছির কারণে অতিষ্ঠ স্থানীয়রা।
ডেঙ্গু মশার প্রজননের এই সময়ে এই ধরনের জলাবদ্ধতার কারণে আতঙ্কিত স্থানীয় এলাকাবাসী। স্থানীয় ব্যবসায়ী নুর জামাল জানান, দুর্গন্ধ ও আবর্জনার কারণে ব্যাহত হচ্ছে তাদের ব্যবসা কার্যক্রম। একটু বৃষ্টি হলেই ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সচেতন এলাকাবাসী এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। তবে শীঘ্রই মাটি ভরাট করে ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করবে বলে আশ্বাস দিয়েছেন পীরগঞ্জ পৌর কর্তৃপক্ষ।
Development by: webnewsdesign.com