ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে নবনির্বাচিত মেয়রকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পীরগঞ্জ আজাদ স্পোটিং ক্লাবের আয়োজনে পীরগঞ্জ পৌরসভার মেয়রকে সম্মাননা প্রদান করা হয়। সাবেক মেয়র গোলাম হোসেনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামিমুজ্জামান জুয়েল, ক্লাবের সাধারন সম্পাদক ও সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, ৪নং ওয়ার্ড কান্সিলির রশিদুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দয়াল বাবা হাজার হাজার দর্শককে মন মাতানো সংগীত পরিবেশন করে মোহিত করেন।
Development by: webnewsdesign.com