ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চুরি করা দুইটি ছাগল ও চুরির কাজে ব্যবহৃত একটি অটো ইজিবাইকসহ তিন চোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে ছাগল চুরি সময় তাদের আটক করে স্থানীয় জনতা। আটককৃতরা হলেন উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের মোবারক আলীর ছেলে ফিরোজ (২২), আব্দুল কাদের এর ছেলে সাগর (২০), সেকেন্দার আলীর ছেলে বাপ্পী (২১)।
কোষারাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, দুইটি ছাগল ও চুরির কাজে ব্যবহৃত একটি অটো ইজিবাইকসহ তিন চোরকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন স্থানীয় কিছু লোকজন। পরে তাদের কে শালিস বৈঠকের মাধ্যমে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
Development by: webnewsdesign.com