ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে ধাক্কা লেগে মোজাফফর হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলায় সেনুয়া বাজারে এদূর্ঘটনা ঘটে। সে উপজেলার কাচনডুমুরিয়া গ্রামের মৃত এলাহী বকসের ছেলে।পীরগঞ্জ স্টেশন মাষ্টার সোহরাব হোসেন সুজন জানান, পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে আসার আগে পীরগঞ্জ-ভোমরাদহ স্টেশনের মধ্যবর্তী সেনুয়াবাজার নামক স্থানে পৌছালে এক বৃদ্ধ রেললাইনের অতিক্রম করার সময় ট্রেনে ধাক্কা লাগে। এতে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই মৃত্যু মারা যায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ঘটনার কিছুক্ষণ আগে মৃত মোজাফফর হোসেন বাড়ি থেকে নাস্তা খেতে সেনুয়া বাজারে আসেন। নাস্তা খেয়ে তিনি বাড়ি যাওয়ার জন্য রেল লাইন পার হচ্ছিলেন। এসময় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। এতে তার বাম হাত ও বাম পা ভেঙ্গে যায় এবং নাক মুখ দিয়ে রক্ত বের হয়। কিছুক্ষন পর তিনি মারা যান। তিনি দুই কানে কম শুনতেন। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়, ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com