
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
জুতো কেনার টাকা নেই বাবা-মায়ের কাছে । অভাবের সংসারে দুবেলা খেয়ে চলতে যাদের কষ্ট হয় তাদের বাড়তি খরচের সুযোগ কোথায় । আমাদের অনেকেই খাবার থেকে শুরু করে জামা কাপড়ে অনেক বেহিসেবি খরচ করে থাকি । পায়ের জুতোয় একটু আচরের দাগ পরলেই নতুন জুতো কিনতে আর দেরি হয়না ।
ভারতের দক্ষিণবাংলার মুর্শিদাবাদের একটি পাহাড়ী গ্রামের মেয়ে পায়ে জুতো নয় পায়ে টেপ পেঁচিয়ে ৪০০,৮০০ ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তিনটি সোনার মেডেল জয় করেছে পাহাড়ি মেয়ে রেহা বালোস ।
তেমনি আজ সোস ্যালমিডিয়ার এই খবরটি আপনাদের কাছে তুলে ধরলাম ।
অভিনন্দন রেহা ❤
১১ বছরের এই ছোট্ট পাহাড়ি মেয়েটির নাম রেহা বালোস। স্থানীয় আন্তঃস্কুল ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে সে তার বাবা মাকে একটি জুতো কিনে দিতে বলে কিন্তু বাবা মা সেটি কিনে দিতে পারেনি । কিন্তু এই লড়াকু মেয়ে থেমে থাকার পাত্র নয়,বাকি প্রতিযোগিরা যখন দামি জুতো পড়ে মাঠে নামে তখন রেহা পায়ে টেপ পেঁচিয়ে তার ওপর Nike ✓ লিখে মাঠে নামে এবং ৪০০,৮০০ ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তিনটি সোনার মেডেল জয় করে সবাইকে অবাক করে ।
সূত্র : Bcn Beldanga (আমাদের বেলডাঙ্গা) ফেসবুকপেইজ থেকে ।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩
dhakanewsexpress.com | Masud Rana