গত ৩০ সেপ্টেম্বর সারাদেশব্যাপী মুক্তি পায় বহুল আলোচিত ছবি ‘আয়নাবাজি’। মুক্তির পরপরই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল ছবিটি। টিকিটের জন্য দেখা গেছে লম্বা লাইন। সম্প্রতি ছবিটির টিকিট পাওয়ার জন্য হলের সামনে মারামারিও হয়েছে পরে পুলিশ এসে ঘটনাটির সুরাহা করে।
এ ঘটনাতেই বোঝা যায় ‘আয়নাবাজি’ ব্যবসাসফলতা। তবে সেই ব্যবসাসফরতার বাধা হয়ে দাড়িয়েছে কয়েকটি দুস্কৃতিকারী। তারা চলচ্চিত্রটির পাইরেটেড ভিডিও ইউটিউবে প্রকাশ করছে।
ভিডিওগুলো মূল ছবির হলপ্রিন্ট। সিনেমাহলের মধ্যে মোবাইল বা ক্যামেরা দিয়ে ছবিটি ভিডিও করে ইউটিউবে প্রকাশ করা হচ্ছে। ভিডিওগুলোর মান ভালো না হলেও টিকিট না পাওয়া দর্শকরা হুমরি খেয়ে পড়ছে ছবিটি দেখার জন্য। অনেকে মনে করছেন সিনেমাহলের অসাবধানতার কারণেই ছবিটির পাইরেসী হয়েছে।
অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চঞ্চলের বিপরীতে অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা এবং পার্থ বড়ুয়া। এছাড়াও ছবিটির অতিথি চরিত্রে রয়েছেন অভিনেতা আরিফিন শুভ। সিনেমাটি প্রযোজক কনটেন্ট ম্যাটারস লিমিটেড।
Development by: webnewsdesign.com