২২তম জন্মদিনটা বেশ ঘটা করেই পালন করলেন সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি। আজ দিনভর বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন নায়িকা। কেক কেটে মজা করেছেন সবার সঙ্গে।
টক্কিজবিডি ডটকমকে পরীমনি বলেন, ‘জীবন থেকে আরো একটি বছর চলে গেল টেরই পেলাম না। জন্মদিন এলেই সবাই অনেক মজা করি। তখন আমি বাচ্চা হয়ে যাই। সবাই আদর করে কেক খাওয়ান গিফট নিয়ে আসেন, চকলেট নিয়ে আসেন। চকলেট এত নিয়ে আসেন যে, ফ্রিজে রাখার জায়গা হয় না। তখন মনে হয় আমি অনেক ছোট।’
এদিকে আজ (সেমাবার) রাতে জন্মদিনের অনুষ্ঠান শেষ করে পরের দিন উড়াল দিবেন কলকাতায়। সেখানে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজ্বাল’সিনেমার শুটিংয়ে অংশ নিবেন পরীমনি। যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত ইয়াশ রোহান।
বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে। পরী-রোহান ছাড়াও এতে আরো অভিনয় করছেন, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব।
টক্কিজবিডি ডটকম পাঠকদের জন্য পরীমনির জমকালো জন্মদিন পালনের কিছু আলোকচিত্র।
Development by: webnewsdesign.com