এই শ্লোগানকে সামনে রেখে এলাকার মানুষের সমাবেশ। পঞ্চগড়ে শিল্প মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী আগমন উপলক্ষে পঞ্চগড়ের সকল স্তরের মানুষের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেইসাথে জানাচ্ছেন পঞ্চগড়ের মানুষের প্রাণের দাবি দীর্ঘদিন ধরে পঞ্চগড় বাজারের কাঁচামাল আড়ৎ টির বেহাল দশা বাজারের ভেতরে এই কাঁচামাল আড়ৎ সব শ্রেণি-পেশার মানুষের ক্ষতি সাধন করছে। ওই সড়ক দিয়ে মহিলা কলেজের ছাত্রীদের যাওয়া-আসার একমাত্র পথ, পঞ্চগড় বালিকা উচ্চ বিদ্যালয় যাওয়া আসার একমাত্র পথ, প্রাথমিক বিদ্যালয়গুলোতে একমাত্র যাওয়া আসার সড়ক, কিন্তু ভাববার বিষয় এই সড়ক দিয়ে যাতায়াত করতে পারছে না কোন শ্রেণীর পেশার মানুষ কাঁচামাল আড়ৎ এর পচা বজ্র রাস্তায় ফেলে রাখার কারণে পচে দুর্গন্ধ সহ নানা সমস্যার সৃষ্টি করছে বলে অভিযোগ করেন এলাকার সুশীল সমাজ। রাস্তার মধ্যে যন্ত্র তন্ত্র কাচামালবাহী ট্রাক এসে রাস্তার উপরে দাঁড়িয়ে কাঁচা মাল আনলোড করেন ঘন্টার পর ঘন্টা। এতে করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা ভীষণভাবে বিপাকে পড়েন। এ বিষয়ে স্থানীয়রা জানান এই গলি থেকে কাঁচামাল আড়ৎটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার জন্য তানাহলে অদূর ভবিষ্যতে এই বিষয়গুলো মানুষের মনে নানা ক্ষোভের সৃষ্টি হতে পারে। কেননা বর্ষাকালে ওই সড়কটি দিয়ে যানবাহনসহ মানুষের চলাফেরার ভীষণভাবে সমস্যার সৃষ্টি করছে বলে পঞ্চগড় বাজারের সকল শ্রেণী পেশার মানুষের অভিযোগ এ বিষয়ে আজ বৃহস্পতিবার। শুধুমাত্র এই কারণে আজকে এলাকার স্কুল কলেজ সহ অভিভাবক দের পঞ্চগড় খোলাপাড়া ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দাঁড়িয়ে ব্যানার হাতে এক সমাবেশ করেন। এবং মন্ত্রীমহোদয়দের শূনো জোড় কামনা করার আহ্বান জানান। নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয়, মোঃ নুরুল ইসলাম সুজন এমপি মাননীয় মন্ত্রী রেলপথ মন্ত্রণালয় এর সুদৃষ্টি কামনা করছেন পঞ্চগড়ের সকল স্তরের মানুষ তাই আজ খোলাপাড়া ঢাকা পঞ্চগড় মহাসড়কে ব্যানার হাতে রাস্তায় দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই উপলক্ষে অপেক্ষা করেন। এবং এমপি মহাদয়ের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির শাজাহান, সভাপতি, আবুল পন্ডিত, বাদশা, ও কমিশনার জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
Development by: webnewsdesign.com