পঞ্চগড় হাড়িভাসা বাজারে পেসায় ঠাটারিয়ার বর্তমান অবস্থা,
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ |
৮:৩১ অপরাহ্ণ | 48 বার
পঞ্চগড় হাড়িভাসা বাজারে পেসায় ঠাটারিয়ার বর্তমান অবস্থা,
পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নের পানিমাছ পুকুরী গ্রামের মোঃ জয়নদ্দীন দীর্ঘ ২৫ বছর এই ঠাটারিয়ার কাজ করে গেছেন এখন তিনি আর বেঁচে নেই তাদের বংশের পরম্পরা হিসাবে তার ছেলে মোঃ খয়রুল আলম এই ঠাটারিয়ার কাজ ৯ বছর থেকে করেজাচ্ছেন। তিনি বলেন ১০ বছর আগে এই পেশায় ভালো রোজগার করতেন। এখন ডিজিটালের ছোঁয়ায় প্লাস্টিক মেলামাইন নানা ধরনের সামগ্রী ব্যবহার এর কারণে এখন আর আগের মত আয়-রোজগার হয়না। বর্তমানে হাড়িভাসা হাট বাড়ে ৩ থেকে ৪ শ টাকার কাজ হয়, কিন্তু ১০ বছর আগে বাবা জখন বেচেছিলেন তখন হাট বাড়ে ১ হাজার থেকে ১৪ শ টাকা পর্যন্ত রোজগার হত। খায়রুল আলম বলেন বংশের পরম্পরা ধরে রাখার জন্য বাবার হাতের এই বিদ্যা আমরা এখনো করে যাচ্ছি, মাঝেমধ্যে এই স্বল্প আয় পোষায় না বিধায় কাজ বন্ধ রাখলে অনেকেই আবার আমার বাসা পর্যন্ত মেরামত কাজের হান্ডি পাতিল মেরামত করার জন্য নিয়ে যান। তাই এই পেশাটি ছাড়তে পারছিনা আর ছেরি বা কি করব। একটা কিছু করে তো খেতে হবে তাই আমাদের বংশের পরম্পরা হিসেবে বাবার শিখানো কাজটি করে যাচ্ছি। হাড়িভাসা প্রতি হাটে আমি বাজারের এ মাথায় বসি আর আমার আরেক ভাই হাড়িভাসা বাজারের পূর্ব পাশে বসেন এভাবেই চলে যাচ্ছে আমাদের দিন।