আটোয়ারী উপজেলায় লাগাতার ভারী বৃষ্টির কারণে ভাদুড়ী মরিচ চাষে ব্যাপক ক্ষয় ক্ষতি কৃষকের মাথায় হাত। সরেজমিনে গিয়ে দেখা গেছে পঞ্চগড় আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন এর, মেহের পাড়া গ্রামের চাষী দেলোয়ার হোসেন, বগুড়া জেলা থেকে ভাদুড়ী মরিচের চারা সংগ্রহ করে প্রায় তিন বিঘা জমিতে এই মরিচ চাষ করেছেন। কিন্তু লাগাতার প্রবল বর্ষণের কারণে তিনবিঘা মরিচ ক্ষেত পানির নিচে তলিয়ে যায়। এবং মরিচের যারা মরে পচে যায়, এখন মরিচ চাষী দেলোয়ারের বলেন আমার ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৮০ হাজার টাকা।
এ বিষয়ে মরিচ চাষী দেলোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন আমি অনেক আশা করে বগুড়া জেলা থেকে এই ভাদুড়ি মরিচের চারা কিনে এনে জমিতে রোপণ করেছি কিন্তু বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে আজ আমার তিনবিঘা মরিচ এর চারা পৌঁছে গেছে। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না, বুকফাটা কান্না ছাড়া আর যেন কিছুই নেই কৃষক দেলোয়ার হোসেনের। তিনি আশা করেছিলেন ভাদ্র মাসে এই মরিচ তিনি বাজারে প্রায় ৫ লক্ষ টাকা বিক্রি করবেন, কিন্তু সেই আশা তলিয়ে গেল প্রবল বৃষ্টির পানিতে। এবিসয়ে আটোয়ারী উপজেলার কৃষি কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন এবার বর্ষার শেষের দিকে যে বৃষ্টিপাত হয়েছে তা কল্পনার বাইরে প্রকৃতির উপর কারো হাত নেই সবকিছুই মানুষের ভাগ্য। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষকে অবগত করেছি।
Development by: webnewsdesign.com