পঞ্চগড় বোদা উপজেলায় লাইসেন্স বিহীন প্রায় ৪০ টিরো বেশি ইটভাটা দাপটের সাথে চলছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে কিছু কিছু ইটভাটার চিমনির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও সেই চিমনি দিয়ে ইটভাটা দিব্যি চালাচ্ছেন, যেকোনো সময় চিমনি ভেঙ্গে বিপদ হতে পারে। বিভিন্ন নামে বেনামে চলছে এসব অবৈধ ইটভাটা, দেখা গেছে রাতের আধারে বনাঞ্চল উজাড় করে কেটে ঢোকানো হচ্ছে ইট পোড়ানোর জন্য ভাটার চুলায়।
নামেমাত্র দুই এক ট্রাক কয়লা ইট ভাটার সামনে ফেলে রাখা হচ্ছে আর রাতের আধারে পুরানো হচ্ছে ভাটার চুলায় খড়ি। স্থানীয়রা বলছেন এসব ঘনঘন ইটভাটা হওয়ার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকের ধানসহ নানা ধরণের কৃষি ফসল। এই ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন প্রকার দেশি-বিদেশি পশুপাখি।
সেই সাথে নষ্ট হচ্ছে ভাটায় ইট বানানোর জন্য সুন্দর সবুজ সুফলা ধানি জমি থেকে কেটে আনা মাটি, ফলে ধানী জমি নষ্ট হয়ে হাওরে পরিণত হচ্ছে এলাকা। এছাড়াও ইটভাটায় শ্রম দিতে দেখা গেছে ছোট ছোট শিশুদের।
পঞ্চগড়ের ভ্যাট অফিসের কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে এসব ভাটার মালিকরা কেউই সরকারকে টেক্স ভ্যাট দেন না। এসব অবৈধ ইটভাটার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে পুরো উপজেলার মানুষ।
স্থানীয় সুশীল সমাজের মানুষেরা বলছেন সরকারকে ফাঁকি দিয়ে কিভাবে এতগুলো অবৈধ ইটভাটা চলছে এটাও কিন্তু ভাবার বিষয়। এতগুলো ইটভাটার বিষয়ে পঞ্চগড়ের সম্মানিত জেলা প্রশাসকের দৃষ্টিগোচরে আছে কিনা এ বিষয়েটি নিয়েও মানুষের মনে নানা কথা।
Development by: webnewsdesign.com