রবিবার, ০৫ জুলাই ২০২০ |
১০:৪৫ পূর্বাহ্ণ | 82 বার
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার ৭ নং দেবনগর ইউনিয়নের শিবচন্ডি গ্রাম থেকে ২৮ টি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। গরুগুলো ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে আনা হয়েছে বলে পুলিশ জানায়।আজ
শনিবার ৪ জুলাই রোজ বুধবার বিকালে সীমান্তঘেঁষা এলাকা শিবচন্ডি থেকে গরুগুলো উদ্ধার করে । তবে চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। গরুগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। তেঁতুলিয়া মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) আবু সাঈদ চৌধুরী বলেন, চোরাই পথে ভারতীয় গরু এনে শিবচন্ডি এলাকায় বেঁধে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার বিভিন্ন স্থান থেকে ছোট বড় সহ মোট ২৮ টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। গরুগুলো এখন তেঁতুলিয়া মডেল থানা হেফাজতে রয়েছে। চোরাকারবারিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।