তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে পানি বন্দী মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেছেন চেয়ারম্যান ।এখন পর্যন্ত সরকারি ভাবে তেমন কোনো সহায়তা পাইনি ক্ষতিগ্রস্ত মানুষেরা ।
তেঁতুলিয়ায় হটাৎ করে করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার দুটি ইউনিয়নে র বেশ কিছু এলাকা প্লাবিত হয় ।এতে ভজনপুর ইউনিয়নের গনাগছ,গোলাপদিগছ ,ভজনপুর,ভেলুপাড়া এই চার গ্রামের দুইশত থেকে দুইশত পঞ্চাশটি পরিবার যার লোকসংখ্যা প্রায় এক হাজার ।এবং দেবনগর ইউনিয়নের বালুবাড়ি, ধানশুকা, জয়গুনজোত,আঠারোখারি এই চার ইউনিয়ন মিলে দুইশত পঞ্চাশটি পরিবার যার লোকসংখ্যা প্রায় এক হাজার মানুষ পানিবন্দি হয়েছে ।
স্থানীয়রা জানান,(১২-০৮-২০) রবিবার রাত আনুমানিক (০১ টা ) থেকে নদীর পানি হটাৎ করে বাড়তে শুরু করে ।বেলা বাড়ার সাথে সাথে গ্রাম গুলো প্লাবিত হতে থাকে ।
একপর্যায়ে তেঁতুলিয়া ফায়ার স্টেশন থেকে উদ্ধারকর্মী দল এসে পানিবন্দি মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় ।
বর্তমানে নদীর পানি কমে গেলেও ক্ষতিগ্রস্তরা বাড়িতে নিজে রান্না করে খাবে এমন পরিস্থিতি নেই ।তাই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খিচুড়ি রান্না করে বিতরণ করা হচ্ছে ।
এ বিষয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকসেদ আলী বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য আমরা আপাতত খিচুড়ি রান্না করে বিতরণ করা হচ্ছে ।যাতে কাউকে না খেয়ে থাকতে হয় ।খিচুড়ির জন্য কাউকে আসতে হয়না ।আমরা ইউপি সদস্য ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র সদস্যদেরসঙ্গে নিয়ে বাড়ি বাড়ি পৌছে দেই ।সরকারি ভাবে ক্ষতিগ্রস্তদের ত্রাণের জন্য তালিকা তৈরি করা হচ্ছে ।
আজকে সহ দুদিন ধরে এভাবে আমরা খিচুড়ি রান্না করে বিতরণ করে আসছে ।
Development by: webnewsdesign.com