শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ |
২:৫০ অপরাহ্ণ | 280 বার
পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ ওসির পুরষ্কার পেলেন আটোয়ারী থানার ওসি মোঃ ইজার উদ্দিন, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর), সকালে জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী তার হাতে (পুরষ্কার হিসেবে), ৫ হাজার টাকা তুলে দেন। এছাড়াও গত আগস্ট মাসে সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইন-শৃংখলার ব্যাপক উন্নতি অব্যাহত রাখায় পঞ্চগড় ৫ থানার মধ্যে আটোয়ারী থানার পুলিশকে নির্বাচিত করে মোঃ ইজার উদ্দিন কে শ্রেষ্ঠ ওসির পুরষ্কার দেয়া হয়। জানা যায়, আটোয়ারী থানা এলাকাটি এক সময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল।

এই থানায় ২০১৯ সালের ৫ নভেম্বরে ওসি হিসেবে ইজার উদ্দিন, যোগদানের পর থেকে আটোয়ারী থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নতির পথে এগিয়ে যেতে শুরু করে। চিরুনি অভিযান এর মাধ্যমে তালিকাভুক্ত এবং চলমান সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে খোয়া যাওয়া ২৪ টি ল্যাপটপ, মোটরসাইকেল সহ আরো অনেক কিছু উদ্ধারের কাজে ব্যাপক ভূমিকা রেখেছেন ওসি ইজার উদ্দিন। এছাড়াও এলাকার মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছেন বলে এলাকার অনেকের মুখে ওসি ইজার উদ্দিন এর সুনামের সাথে নাম ছড়িয়ে পড়ে। এমনকি আটোয়ারী থানা অধিনস্থ যে সকল মানুষ বসবাস করে তারা অনেকেই তার দীর্ঘায়ু কামনা করেছেন ।