বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ |
১০:৩১ পূর্বাহ্ণ | 150 বার
পঞ্চগড়ে শীতকালীন আগাম শাক সবজির চাষে আগ্রহী কৃষক, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় প্রণোদনার অর্থ বরাদ্দ দিচ্ছন কৃষি মন্ত্রণালয়। দেশের প্রতিটি জেলার কৃষকরা এই প্রণোদনা পবেন। মোটের উপর দেশের এক লাখ ৫১ হাজার ৬০০ জন কৃষক প্রণোদনা এ কর্মসূচির আওতায় অগ্রাধিকার তালিকাভূক্ত একটি কৃষক পরিবার ৫০ গ্রাম লালশাক, ৫০ গ্রাম ডাটাশাক, ৫০ গ্রাম পুইশাক, ১০০ গ্রাম পালংশাক, ৫০ পাটশাক, ৩ গ্রাম শসা, ( হাইব্রিড), ৫ গ্রাম হাইব্রিড বরবটি এবং ৫০ গ্রাম শিমের বীজ পাবেন।কৃষি মন্ত্রণালয় থেকে জানা গেছে, সংশ্লিষ্ট ব্লগের উপ – সহকারী কৃষি অফিসার প্রণোদনা কর্মসূচির জন্য মনোনীত প্রত্যেক কৃষকের স্ট্যাম্প সাইজের ছবিযুক্ত কৃষক উপকরন কার্ডের ভুর্তুকি অংশে যথাযথভাবে উপকরনের পরিমাণ লিপিবদ্ধ ও মাস্টাররোল সংরক্ষণ করে উপকরণ বিতরণ করবেন। কোনো কৃষকের নাম, ঠিকানা, মোবাইল নম্বার, জাতীয় পরিচয়পএ নম্বর (যদি থেকে), স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করে মাস্টাররোলে সংরক্ষণ করতে হবে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারনে দেশের উত্তর অঞ্চল, উত্তর পূর্বঅঞ্চল ও মধ্য অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। গত ২৬ জুন থেকে বন্যা শুরু হয়। এরপর পরিস্থিতির কিছু উন্নতি হওয়ার পর ১১ জুলাই থেকে দ্বিতীয় দফায় পানি বাড়ে। সর্বশেষ ২১ জুলাই থেকে তৃতীয় দফায় পানি বাড়ার পর এখনব বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।