শুক্রবার, ০৩ জুলাই ২০২০ |
৮:০৮ অপরাহ্ণ | 80 বার
পঞ্চগড়ে জাতীয় সড়ক সহ সকল সড়কে যন্ত্র তন্ত্র কৃষিপণ্য শুকানো বন্ধের দাবি জানান পঞ্চগড়ের সচেতন মহল এর মানুষেরা এসব কৃষিপণ্য যন্ত্র তন্ত্র শুকানোর কারনে বৃষ্টির পানিতে ভিজে ঘটছে সড়ক দুর্ঘটনা। এছাড়াও সড়কের দুপাস দখল কড়ে কৃষিপণ্য শুকানোর ফলে সাধারণ পথচারীসহ বিপাকে পড়ছেন বিভিন্ন যানবাহন। এসব সড়কে শুকামো হচ্ছে তিল,ধান, খর,মরিচ, ও ভুট্টা সহ বিভিন্ন কৃষি পণ্য। গত ২৫ তারিখে জাতীয় সড়কে এক মটরসাইকেল আরোহী কৃষিপণ্যর মধ্যে পিসলে গীয়ে অলপের জন্য বেচে গেছে। তিনি এখন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবিসয়ে তেতুলিয়া হাই ওয়ে পুলিশ বেশ কয়েকবার অভিযান চালালেও এসব কৃষিপণ্য শুকানো কারীদের কানে পানি ঢুকছে।তাই সচেতন মানিষের দাবি এসব আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে হাইওয়ে পুলিশকে।এবিসয়ে হাইওয়ে পুলিশের আব্দুল কাদের জিলানির সাথে কথা বললে তিনি বলেন আমাদের সাধ্যমত চেষ্টা চালাচ্ছি কিন্তু এসব মানুষ যে এত বেহায়া কিছুতেই তাদেরকে ঠেকানো যাচ্ছে না।