রবিবার, ২৮ জুন ২০২০ |
২:০৮ অপরাহ্ণ | 63 বার
পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে রায়হান (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত রায়হান উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের চিড়াকুটি এলাকার শুকুর আলীর ছেলে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত কিশোরের পরিবার ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের মাধ্যমে ভুক্তভোগি ওই শিশুর পরিবারকে ৪০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয় বলে জানিয়েছেন, রায়হানের চাচা ময়নুল ইসলাম।
ভুক্তভোগি শিশুটির পরিবারের লোকজন জানিয়েছে, গত ২৩ জুন দুপুরে স্থানীয় কবরস্থানের পাশে নিয়ে শিশুটিকে ধর্ষন করে লম্পট রায়হান। পরে শিশুটি বাড়ি এসে তার মাকে সব কিছু বলে দেয়।
স্থানীয়রা জানায়, ইতোপূর্বেও রায়হানের বিরুদ্ধে আরও দুই শিশুকে একই ভাবে ধর্ষনের অভিযোগ রয়েছে।
এদিকে, শিশুটির বাবা বাদী হয়ে বোদা থানায় একটি অভিযোগ করলেও নেয়া হয়নি কোন ব্যবস্থা। পরে গত শনিবার (২৭ জুন) ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম্য শালীষের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেয়।
ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।