পঞ্চগড়ে বর্তমানে উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের মানুষ এস এম হুমায়ু কবির উজ্জল কে পৌর মেয়র হিসেবে বেছেনিয়েছেন, পঞ্চগড় পৌর বাসি দীর্ঘদিন যে অন্ধকারে পড়েছিল তা এবার ত্বরান্বিত করতে এস এম হুমায়ুন কবির উজ্জল, এর হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকল স্তরের মানুষ তাকেই পৌরসভায় দেখতে চায়।এবং পঞ্চগড় পৌর সভাই নয় গোটা জেলার মানুষ তাকে ভালোবাসে। এস এম উজ্জল ও পঞ্চগড় বাসির ভালোবাসা ও সকলের সংবর্ধনায় সিক্ত হয়েছেন। তিনি আশা করেন মাননীয় জনো নেত্রী শেখ হাসিনা যদি তাকে নৌকা প্রতীক দেন তাহলে দীর্ঘদিনের পৌরসভা এবার জনো নেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কার ছায়া তলে আসবে। কারণ দলীয় মেয়র ছাড়া পঞ্চগড় পৌরসভার উন্নয়ন সম্ভব নয়। তাই এবার এস এম হুমায়ুন কবির উজ্জল,বলেন আমরা দীর্ঘদিন ধুলো, বালি, কাদা খেয়েছি আগামীতে নৌকা মার্কা প্রতীকের পৌর মেয়র হলে আপনাদের কে আর ধুলো, বালি, কাদা খেতে হবে না। পঞ্চগড় পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভা হিসেবে উপহার দিতে চাই । আপনারা পৌরবাসী আমার সাথে থাকলে আমার বিজয় হবেই ইনশাল্লাহ।
Development by: webnewsdesign.com