পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় নদীতে ডুবে ফয়জুল বেল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গবার (২৮ জুলাই) বিকেল ২. ৩০ মিঃ সময় পঞ্চগড় আটোয়ারী উপজেলার ৬নং ধামোর ইউনিয়নের ধামোর ঈদগাহ মাঠ সংলগ্ন নাগর নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ফয়জুল ( বেল) ধামোর গাছবাড়ী এলাকার মৃঃ কেরকেরুর পুত্র।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের ঈদগাহ নাগর নদীতে গরু নিয়ে নদী পাড় হওয়ার সময় নদীতে ডুবে মারাযান বেল । এ সময় নদীতে অনেক খুঁজাখুঁজির ১ ঘন্টা পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন এলাকাবাশী।
পঞ্চগড় আটোয়ারী উপজেলা ৬নং ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম দুলাল বলেন নদীতে ডুবে ফয়জুল( বেল) এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
FacebookTwitterEmailShare
Development by: webnewsdesign.com