সোমবার, ০৬ জুলাই ২০২০ |
১০:৪০ অপরাহ্ণ | 72 বার
দীর্ঘদিন থেকে বেতন-ভাতা না পেয়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ফাউন্ডেশনের দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকরা।
সোমবার দুপুরে ছয় দফা দাবিতে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের হাতে এই স্মারকলিপি তুলে দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মুফতি আব্দুল্লাহ আল হুসাইন ও সাধারণ সম্পাদক মাওঃ মোকছেদুল ইসলাম।
স্মারকলিপিতে বলা হয়, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর একনেক সভায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অনুমোদনকালে প্রধানমন্ত্রী বলেন, যে সকল এলাকায় স্কুল নেই সেখানে এ প্রকল্পের প্রাথমিক শিক্ষা কার্যক্রম যেন অন্তর্ভুক্ত করা হয়। পরে ২০১৭ সালে দেশের প্রতিটি উপজেলায় মোট এক হাজার ১০ টি দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। ২০১৮ সালে প্রতিটি প্রতিষ্ঠানে দুই জন করে শিক্ষক নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। কিন্তু গত ১১ মে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি পাশ হলেও বাদ দেয়া হয় দারুল আরকামকে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেমন অন্ধকারে তেমনি বেতনহীন মানবেতর জীবন যাপন করছে শিক্ষকরাও।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক মাওঃ রফিকুল ইসলাম, মমিনুল আলম, হাবিবুল্লাহ, ওবায়দুল্লাহ, নজরুল ইসলাম, ওমর ফারুক প্রমূখ।