পঞ্চগড় শহরের আধুনিক সদর হাসপাতালের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাইজুল ইসলাম (৪৫) নামে এক পাথর ব্যাবসায়ী নিহত হয়েছে। বুধবার (০৫ আগস্ট) বেলা ১ টা ৩০ মিনিটে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত তাইজুল পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। জানা য়ায়, পাথর ব্যাবসায়ী তাইজুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটর সাইকেল যোগে নিকট আত্বিয়ের বাড়ী বোদা উপজেলা থেকে নিজ গ্রাম বাংলাবান্ধা যাচ্ছিলেন। শহর অতিক্রম করার সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে তেতুলিয়া গামী একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দিলে স্ত্রী আসমা আকতার ও ৪ বছরের কন্যা শিশু তাসনিম আকতার ছিটকে পরে যায় এ সময় ঘাতক ট্রাকটি ব্যাবসায়ী তাইজুলকে পিষ্ট করে পালিয়ে যায়। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ এসে তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডা.মাহাবুব আলম ভুইয়া তাইজুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Development by: webnewsdesign.com