সোমবার, ২৯ জুন ২০২০ |
৭:৪৭ অপরাহ্ণ | 95 বার
পঞ্চগড় সদর উপজেলায় ৫ নং চাকলাহাট ইউনিয়নের,৬ নং ওয়ার্ডের মোঃ জুনা মিয়ার পালিত গাভী গর্ভথেকে জম্মনিয়েছে এক গাভীর বাচ্চা যার দুটি মাথা, গত রবি বার(২৮জুন) গাভীর শারীরিক অসুস্থ দেখলে জুনা মিয়া প্রানী চিকিৎসক একরামুল ও ইলিয়াশকে বিষয় টি জানালে তারা তার বাড়িতে তাৎক্ষণিক এসে গাভীর সুস্থ্যতা রক্ষার জন্য ২-৩ ঘন্টা চিকিৎসা চালালে চিকিৎসা ধীন অবস্হায় গাভীর বাচ্চা জম্মহয় পরে প্রানী চিকিৎসক একরামুল ও ইলিয়াশ বিষয় টি নিশ্চত হয়ে গাভীর বাচ্চা মৃত বলে জানায় ।প্রানী চিকিৎসক একরামুল বলেন গাভীর বাচ্চাকে বাচানোর জন্য অনেক চেষ্টা চালানো হয়েচে কিন্ত বাচানো সম্ভব হলো না। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিভিন্ন এলাকা থেকে মানুষ দুই মাথাওয়ালা গাভীর বাচ্চা দেখার জন্য জুনা মিয়ার বাড়িতে ভিড় জমাতে থাকে।