পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নের মনোহর ডিঘী গ্রামের মোঃ মোজাহার হোসেন এর মাদ্রাসা পড়ুয়া মেয়ে ( ১৬) কে গত বুধবার রাত অনুমানিক ১১,৩০ মিনিটের সময়, একই ইউনিয়নের পইকানী পাড়া গ্রামের মোঃ কাসেম আলীর বকাটে বিবাহীতা ছেলে মোঃ সোহাগ হোসেন (২৫), গত ২৭/৫/২০২০ ইং তারিখে মনোহর ডিঘী ওই কিশোরীর বাড়ির পাশে সোহাগ ও তার সহকর্মী মোঃ নুরনবী (২১), পিতা মুসলিম উদ্দিম, মোঃ শামীম (২০) পিতা আবুল হোসেন, এদের সকলের বাড়ি সদর উপজেলার হাড়িভাসা, ইউনিয়নে পাইকানী গ্রামে।
এরা তিন বন্ধু মিলে গত ২৭/৫/২০২০ তারিখে মনোহর ডিঘী ওই কিশোরীর বাড়ির পাশে ওত পেতে থাকে কিশোরী যখন রাতে প্রসাপ করতে উঠে ঠিক তখন তিন বন্ধু পই কিশোরীর মুখচেপে অপহরন করে নিয়ে যায়।সকালে কিশোরীর বাড়ির লোকজন কিশোরীকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও কিশোরীকে পাছিলো না। পরে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরীর বাবা মোঃ মোজাহার জানতে পারে যে তার মেয়ে বকাটে সোহাগ অপহরন করে ঠাকুরগাঁও খালিশাকুড়ি গ্রামে নিয়ে গেছে।
পরে তারা পঞ্চগড় থানায় একটি জিডি করেন পরে পঞ্চগড় থানা কর্তৃপক্ষ ও ঠাকুরগাঁও থানা কর্তৃপক্ষর সমন্বয়ে আসামী সোহাগ (২৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ, তবে ভাববার বিসয় বাকি আসামিরা এখন পর্যন্ত এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেরাচ্ছে।
এ বিষয়ে এস আই রফিক ইসলামের সাথে কথাবললে তিনি বলেন বাকি আসামীদের গ্রেফতার করতে জোর চেষ্টা চালানো হচ্ছে।
Development by: webnewsdesign.com