উত্তরের জেলা পঞ্চগড়ে কয়েক দিন ধরে তীব্র রোদ এবং ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় জেলায় সর্বোচ্চ ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের শুরুতে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তীব্রতা বাড়তে থাকে।
দুপুরে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কারণ ছাড়া ঘর থেকে মানুষ বের হচ্ছে না। একটু স্বস্তির জন্য শ্রমিকরা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে।
সদর এক ভ্যানচালক মোস্তফা বলেন, অভাবে প্রচণ্ড গরমের মধ্যেও ভ্যান নিয়ে বের হয়েছেন। তবে রাস্তায় লোকজন কম থাকায় ভাড়া তেমন মিলছে না।
এদিকে খবর পাওয়া গেছে অত্যাধিক গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ার কথা।
একই এলাকার মোলানী পাড়া গ্রামের কৃষক বলেন, গরম বেশি হওয়ায় মাঠের খেতের পানিও গরম। তাই কাজ করা অসম্ভব হয়ে পড়েছে।
আজ দুপুরে এক পশলা বৃষ্টি হওয়ার পর গরমের তীব্রতা আরো বেড়ে যায় এ সময় ধাক্কামারা এলাকা ঘুরে দেখা গেছে অত্যাধিক গরম নিবারণের জন্য এলাকার যুবকরা করতোয়া নদীর শীতল পানিতে সাঁতার কাটতে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জেলায় গরমের তীব্রতা আরও বাড়বে। আগামী বৃহস্পতিবার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
Development by: webnewsdesign.com