বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ |
৪:৪৫ অপরাহ্ণ | 77 বার
পঞ্চগড়ের বােদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের কাহারপাড়া গ্রামে বজ্রপাতে একটি গরুসহ এক কৃষক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মহেশ চন্দ্র (৫৫)। সে ওই গ্রামের মহেন্দ্র নাথ রায়ের ছেলে। এসময় মহেশ ক্ষেতে হাল চাষ করছিল।
স্থানীয়রা জানান, মহেশ আমন ধান চাষের জন্য গরুর হাল দিয়ে জমি চাষ করছিল। এসময় আকষ্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই কৃষকসহ একটি গরু ঘটনাস্থলেই মারা যায়।
বােদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মাে. আশরাফুজ্জামান বজ্রপাতে এক কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।