রবিবার, ২৮ জুন ২০২০ |
১০:০৭ পূর্বাহ্ণ | 96 বার
পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার ড্রাগন চাষী হিরু দাস বলেন পঞ্চগড়ে সর্ব প্রথম, তিনি নাটোর থেকে এই ড্রাগন ফলের চারা সংগ্রহ করে তার এক বিঘা জমিতে পরীক্ষামূলক ড্রাগন ফলের চাষ রোপন করেছিলেন।তারপর ড্রাগন চাষে তিনি ভালো ফলন পাওয়ায়, বিভিন্ন উপজেলা থেকে মানুষ হিরু দাসের ড্রাগন বাগান দেখার জন্য প্রতিদিন দর্শন নাতিদের আনাগোনায় আটোয়ারী উপজেলার ধামর ইউনিয়নের হিরু দাস নিজেকে ধন্য বদ মনে করেছিলেন। এখন একে একে শুধু আটোয়ারী উপজেলা নয়, বোদা উপজেলা, দেবিগঞ্জ উপজেলাতে ও এই ড্রাগন চাষে আগ্রহী হয়েছেন আরো অনেক চাষী। ফলে এই ড্রাগন ফলের পরিচিতি লাভ করেছেন পঞ্চগড়ের অনেক চাষী।এখন বিভিন্ন জেলা থেকে ফল ব্যবসায়ীরা পঞ্চগড়ে এশে আগাম ড্রাগন ফল কেনার জন্য অগ্রিম টাকা দিয়ে যান। হিরুদাস আরোবলেন এক সময় আমি ড্রাগনের চারা প্রচুর পরিমাণে বিক্রি করে লাভবান হয়েছি এক পিস ড্রাগন চারা বিক্রি করেছিলাম ২০ থেকে ৩০ টাকা পজর্ন্ত এখন আর আগের মত চারা বিক্রি হচ্ছে না এখন দামকমে এসেছে ১০ টাকায়। তবে আমার পরিকল্পনা আছে আগামীতে আরো বড় কড় করবেন এই জাপান বাগান। ড্রাগন চাষ করার পদ্ধতি প্রথমে চারা রোকনের কিছুদিন পর প্রতিটি ড্রাগন গাছে একটি করে সাত ফিট লম্বা সিমেন্টের খুঁটি এর মাধ্যমে ড্রাগন গাছ ভর করে বেয়ে উঠবে তার পর আর তেমন আর কোনো খরচ নেই শুধু পরিচর্যার মাধ্যমে ড্রাগন ফলের সুফল পেতে পারবেন।