পঞ্চগড় তেতুলিয়া উপজেলায় কুয়াশার কারণে আরো ৭ দিন দেখা যাবেনা কাঞ্চনজঙ্ঘা। আকাশ মেঘলা থাকায় আরো ৭ দিন পঞ্চগড়ের তেতুলিয়া থেকে খালি চোখে দেখা যাবে না হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা আর বাড়তে শুরু করেছে শীত এই শীতের সাথে পাল্লা দিয়ে উত্তরের হিমালয় থেকে আশা পাহাড়ি হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। আবহাওয়া অফিস জানান এবার আগেই কমছে তাপমাত্রা। এর পাশাপাশি কুয়াশার কারণে আকাশ পরিষ্কার না থাকায় তেঁতুলিয়ায় আগামী সাত দিন হিমালয়ের বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। গত বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত (২৯ ৩০ ৩১) টানা তিন দিন আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও রবিবার (১ নভেম্বর) দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার থেকে (৫ নভেম্বর) সকাল ৮ টায় রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। একই দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে স্বপ্নের শহর পঞ্চগড় তেতুলিয়া উপজেলায় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা । কিন্তু আকাশ পরিষ্কার না থাকায় দর্শনার্থীদের মন খারাপ হয়ে ফিরে যান।
Development by: webnewsdesign.com