পঞ্চগড় সদর উপজেলার ৬ নং সাতমেরা ইউনিয়নের খাসমহল গ্রামের এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এলাকাবাসী সূত্রে জানা যায় আজ ভরে ওনুমানিক ৫ টার সময় তার নিশ্চায়ন কক্ষে ঘটনাটি ঘটে। ওই গৃহবধূ নাম মোছাঃ মাসুমা বেগম (২৪){এক সন্তানে মা ছেলে বয়স(সারে তিন বছর)
স্বামী মোঃ আনিছুর রহমান গৃহবধূর বাবার বাসা পঞ্চগড় ৩ নং সদর ইউনিয়নে। সরেজমিনে গিয়ে দেখা যায় গৃহবধূর লাশ পুলিশ এসে ফাঁস থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পঞ্চগড় সদর হাসপাতালে পাঠান। গৃহবধূর এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হকি সাথে কথা হলে তিনি বলেন মহিলাটি একটু জেদি এর লাগলে মাথার সমস্যা মেন্টালি প্রবলেম ছিল । ঘটনাস্থলে দুজন গ্রাম পুলিশ উপস্থিত রয়েছেন এ বিষয়ে ৬ নং সাতমেরা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি নিহতের বিষয়টি নিশ্চিত করেন । পঞ্চগড় সদর থানায় এস আই মোহাম্মদ নুর আলম জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com