সোমবার (২৭ জুলাই ) বিকেলে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সুযোগ্য পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় এর ৫০তম জন্মশত বার্ষিকী উৎযাপন ও আলোচনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ ,পঞ্চগড় এর আয়োজনে কর্মসূচি পালিত হয়েছে।কর্মসূচিতে প্রধান অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, তারিক বলেন বর্তমান করোনার ছোবলে বিপর্যস্ত অর্থনীতি ও ব্যবসা বানিজ্য। প্রাণঘাতী এই মহামারি সামাল দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখাই এখন বিশ্বজুড়ে বড় চ্যালেঞ্জ। যেসব দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তে (আই সিটি), এগিয়ে তারা করোনাকালে বাড়তি সুফল পাচ্ছে। দ্রুত ডিজিটাল প্রযুক্তির প্রসারে এগিয়ে থাকা দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম।
সভায় বিশেষ অতিথি, আহবায়ক পঞ্চগড় জেলা শাখা ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ( বি. আই. সি. টি. এল ) জনাব আবু আহমেদ রিপন, সদস্য সচিব পঞ্চগড় জেলা শাখা ( বি. আই. সি. টি. এল.) জনাব,আতাউর রহমান রঞ্জু আরো উপস্থিত ছিলেন, থানা,উপজেলা, পৌর নেত্রীবৃন্দ। সভাপতিত্ব করেন জনাব,মোঃ রুবেল হক আহবায়ক সদর উপজেলা শাখা, পঞ্চগড়। সঞ্চালনায়, জনাব,মোঃ লোকমান হোসেন বাবু, সদস্য সচিব সদর উপজেলা শাখা, পঞ্চগড় এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
Development by: webnewsdesign.com