পঞ্চগড় মমিন পাড়া সীমান্ত এলাকায় ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশ ও মাদক কারবারীদের সঙ্গে যোগাযোগ থাকায় পঞ্চগড়ের দুই পুলিশ এখন জেলহাজতে। সীমান্তের দুই দেশের মাদক চোরাকারবারীদের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগের অভিযোগে পঞ্চগড় জেলা পুলিশের দুই সদস্য সহ ৪ জনের, বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশের দায়েলকৃত ওই মামলায় পঞ্চগড়ের পুলিশ লাইনের কর্মরত এ এ এস আই মোশারফ হোসেন (৪০) ও পুলিশ সদস্য ওমর ফারুক (২৪) কে গ্রেপ্তার দেখিয়ে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরা সীমান্ত অতিক্রম করার সময় ভারতীয় বিএসএফের হাতে আটক হওয়ার পর, ধৃত পুলিশ সদস্য ও ওমর ফারুককে পতাকা বৈঠক এর মাধ্যমে ফেরত আনার পর পরেই এই দুই পুলিশ সদস্য সহ ৪ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়। এই মামলার বাদী হন পঞ্চগড় সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান, মামলার অন্য আসামিরা হলেন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মমিন পাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম (৪৫) ও মাসুদ নামে আরো এক ব্যক্তি, মাসুদের ঠিকানা ও পরিচয় এজাহারে উল্লেখ করা হয়নি। সরেজমিনে গিয়ে এলাকার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় এ এস আই মোশারফ হোসেন প্রায় সময় মাইক্রো বাসে করে এসব এলাকায় আসা যাওয়া করতেন এবং মাদক ব্যবসায়ীদের সঙ্গে চায়ের টেবিলে অনেকবার দেখা গেছে কিন্তু ভয়ে এলাকার কেউ কিছু বলতেন না।
Development by: webnewsdesign.com