পঞ্চগড়ে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে পৌর যুবলীগের সভাপতি হাসনাত এর প্রচারণায় আসন্ন পৌরসভা কাউন্সিলর নির্বাচন উপলক্ষে পূর্ব তুলার ডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী মাঠ বেশ সরগরম হয়ে উঠেছে। এলাকার ছেলে হিসেবে মা, বোন, চাচি, চাচা, ও সকল মুরব্বিদের সাথে নিয়ে এলাকায় এলাকায় উঠান বৈঠক করে চলেছেন নতুন পৌর কাউন্সিলর পদপ্রার্থী। পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি, ও পরিবেশ বাঁচাও সবুজ আন্দোলনের সভাপতি সমাজসেবক, হাসনাত মোঃ হামিদুর রহমান ।
তিনি উঠান বৈঠকে বলেন আপনারা মা চাচীরা ভাই বোনেরা আমাকে নির্বাচিত করলে যেসব এলাকায় যত রকম সমস্যা রয়েছে আমি এসব সমস্যার সমাধান করতে সক্ষম হব। আমি আপনাদের কথা দিলাম, কেননা আমিও এই এলাকার সন্তান এ এলাকার বাসিন্দা, আমার এলাকার পরিবেশ আমি যথা মর্যাদার সাথে সমাধান করব ইনশাআল্লাহ।
এই এলাকা থেকে মাদক জুয়া নির্মূল করে সমাস টিকে সুন্দর পরিবেশে গড়ে তুলব আপনারা আমাকে দোয়া করবেন, আর একটি করে ভোট দেবেন। আমি আপনাদেরই সন্তান আপনাদের বাইরে আমি যেতে পারব না। তাই আগামী নির্বাচনে আমি পৌর কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আপনাদের বাড়িতে এসেছি আপনারা আমার হাতকে শক্তিশালী করুন আগামীতে আমি এই এলাকা চিত্র পাল্টে দেবো। আমার পৌর এলাকায় রাস্তা, কালবার্ড, ড্রেন, সহ যে সমস্যাগুলো রয়েছে আমি এসব সমস্যার সমাধান করে দেব।
নতুন মুখ পৌর কাউন্সিলর পদপ্রার্থী হাসনাত মোঃ হামিদুর রহমান, এভাবে তার এলাকার সকল স্তরের ভাই, বোন চাচা, চাচি দের সঙ্গে উঠান বৈঠক শেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে একটি করে ভোট চান ।
Development by: webnewsdesign.com