পঞ্চগড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার কুলসুম বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চার জনে।বুধবার সকালে পঞ্চগড় পৌর শহরের রাজনগরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার ইসমাইল হোসেন খোকনের স্ত্রী।পঞ্চগড় সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা বিষয়টি নিশ্চি করে জানান, দীর্ঘ দিন ধরে কিডনী রোগে ভুগছিলেন কুলসুম বেগম। তাকে নিয়মিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস করানো হতো।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুন সর্বশেষ রংপুরে তার কিডনীর ডায়ালাইসিস করানো হয়। বুধবার তাকে রংপুরে নেয়ার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত হওয়ায় চিকিৎসা করাতে অপারগতা প্রকাশ করে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অথবা অন্যত্র নেয়ার কথা বলেন। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী বলেন, স্বাস্থ্য বিধি মেনে বিশেষ সতর্কতার সঙ্গে ওই নারীর দাফন সম্পন্ন করা হবে। সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট দুই হাজর ২৩২ জনের নমুনা পরীক্ষায় দুই হাজার ২২১ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১৬০ জনের শরীরে করোনা পজিটিভি এসেছে। ১২৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এবং চার জনের মৃত্যু হয়েছে। বাকীদের আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।