
গত ২৫ শে আগষ্ট ২০২৩ রোজ শুক্রবার কক্সবাজার সদর উপজেলায় “নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক উপ-প্রকল্পের মাঠের কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফ এর সিনিয়র মহাব্যবস্থাপক ড.আকন্দ মোঃ রফিকুল ইসলাম।
এ সময়ে তিনি সদরের পিএমখালী ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন জনাব নুরুল ইসলাম বাবুল সাহেবের চিকেন কুপ মডেল ঘুড়ে দেখেন। ওখানকার দায়িত্ববান কোস্ট ফাউন্ডেশনের কর্মী জনাব আবু নোমান ও সত্ত্বাধিকারী বাবুল সাহেবের কাছ থেকে মডেলের বিস্তারিত জানেন।
এ সময়ে তিনি কয়েকটি বিষয়ের উপরে গুরুত্বারোপ করেন
১. খামারীদের স্বল্প সুদে লোনের ব্যবস্থা করে দিতে বলেছেন।
২. ভ্যাক্সিনেশন ঠিকমতো হয় কিনা খোঁজখবর নিতে বলেছেন।
৩. ভ্যাকসিন হাব এর সাথে খামারীকে যোগাযোগ করে দিতে হবে।
৪. খামারীকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে হবে।
৫. উপজেলা প্রাণী সম্পদ অফিসের যোগাযোগ করে দিতে হবে।
৬. মডেলের আশেপাশে ঘাস লাগাতে হবে।
৭. বাউন্ডারি অতিক্রম করে মুরগী যাতে বাহিরে চলে না যায় সে বিষয়ে সজাগ থাকতে হবে।
চিকেন কুপ মডেল পরিদর্শন শেষ করে তিনি ঝিলংজা ইউনিয়নের রশিদ আহমদ সাহেবের জৈব সার প্ল্যান্ট পরিদর্শন করেন। সেখানে গরু, মহিষের গোবর ও লেয়ার মুরগীর লিটার (মল) থেকে সলিড জৈব সার উৎপাদন করা হয়। সার উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে তিনি অবহিত হন। সেখানে কয়েকটি বিষয়ে গুরুত্বারোপ করেন।
১. খামারীকে স্বল্প সুদে লোন দিতে বলেছেন
২. সার বাজারজাতকরণে সুনির্দিষ্ট প্যাকেট ব্যবহার করতে বলেছেন, যাতে ব্রান্ডিং হয়।
৩. পরিসরটি আরো বাড়ানো যায় কিনা এবং স্থানীয় খামারীদের মাঝে সার বিক্রি করা যায় কিনা।
৪. গোবরের সাথে মুরগীর মল এড করে সৈব সার উৎপাদন করা যায় কিনা সে ব্যাপারে বলেছেন।
৫. স্থানীয় বিভিন্ন মার্কেটের সাথে লিংকেজ করে দেয়া।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন পিকেএসএফ এর প্রজেক্ট ম্যানেজার জনাব শেখ নজরুল ইসলাম, জনাব মোঃ ইব্রাহিম, কোস্ট ফাউন্ডেশনের উপ পরিচালক জনাব বারেকুল ইসলাম চৌধুরী ও পোল্ট্রি প্রজেক্টের ম্যানেজার জনাব সরোয়ার হোসাইন শুভ।
উল্লেখ্য পিকেএসএফ এর সহায়তায় নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পটি গত বছরের আগষ্ট মাস থেকে কক্সবাজার সদর ও রামু উপজেলায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।