
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ | প্রিন্ট
সুচরিতা ও নিপুণ
-সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুচরিতা এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী নিপুণ সম্পর্কে বলেছেন, ‘সে চিত্রনায়িকা? নায়িকা হিসেবে ভিত্তিই তো করতে পারেনি এখনো। সে সমিতি চালাবে? কে সমিতি চালাবে? সে জানে কি সমিতির? নাই কাম নাই কাজ, কী করি খই ভাজ; এখন এ অবস্থা হয়েছে চলচ্চিত্রের। শুটিং নেই ফুটিং নেই, একটা কিছু নিয়ে থাকতে হবে তো। মা… গো… পাগল হয়ে গেলাম। আর এখন সন্দেহ আছে থাকবো কী না চলচ্চিত্র ইন্ডস্ট্রিতে।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াই করেছিলেন জায়েদ খান ও নিপুণ। গত ২৮ জানুয়ারির সেই নির্বাচনে প্রাথমিকভাবে জায়েদ জয়ী হলেও তার প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। একই পদে নিপুণ শপথ নেন। পরে বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে নামেন জায়েদ খান। গতকাল বুধবার জায়েদের পক্ষে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল রাতে এফডিসিতে জায়েদ খান সাংবাদিকদের কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন সুচরিতা ও অরুণা বিশ্বাস।
শিল্পী সমিতির কার্যালয়ে তালা লাগানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুচরিতা। তিনি বলেন, ‘৮ বছর বয়স থেকে অভিনয় শুরু করেছি। শাবানা ম্যাডাম সেটে সকাল ৮টায় আসবেন বলে আমি এফডিসিতে ৪টায় এসে বসে থাকতাম। সেই সুচরিতা, আমি শিল্পী সমিতির বাইরে বসে থাকবো? তারা বলে শিল্পীদের সেবা করবে! আমি শিল্পী না? অরুণা বিশ্বাস শিল্পী না? জায়েদ শিল্পী না? কী অসভ্যতা? আমরা অসভ্য হয়ে গেছি শিল্পীরা! শিল্প সৃষ্টি করবো কীভাবে আপনারা বলেন।’
Posted ৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
dhakanewsexpress.com | Masud Rana