
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাকসুরা নূর এনডিসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. রুহুল আমিনের আকস্মিক মৃত্যুতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী শোকাহত।
অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়াত রুহুল আমিনের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলা দেড়টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন মৃত্যুবরণ করেন। তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন।
রুহুল আমিন ২০২১ সালের ১২ ডিসেম্বর নার্সিং কর্মকর্তা হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরিতে যোগদান করেন। তিনি কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের নুরুল হকের ছেলে। চার ভাই দুই বোনের মধ্যে সে ছিল সবার ছোট।